05/03/2025 লকডাউনে অযথা ঘোরাঘুরি: নাটোরে ৮৪ জনকে পৌনে দুই লাখ টাকা জরিমানা
নাটোর সংবাদদাতা
৫ জুলাই ২০২১ ০১:৩৯
নাটোরে কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে অকারণে মহাসড়কে চলাচল করায় ৩১ মোটরসাইকেল চালক ও স্বাস্থ্যবিধি মানা এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ৮৪ জনকে জরিমানা করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী জানান, জেলাসদরসহ সবকটি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া এবং কাগজপত্র না থাকায় ৩১ টি মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্বাস্থ্যবিধি না মানায় এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার দরুন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একই সময়ে ৮৪ জনকে আটক করে ৫৪ হাজার ৬৫০ টাকা আদায় করেছে।