5681

09/07/2025 ৩ ঘণ্টার বৈঠকে নূর-রাশেদের দ্বন্দ্বের অবসান

৩ ঘণ্টার বৈঠকে নূর-রাশেদের দ্বন্দ্বের অবসান

রাজটাইমস ডেস্ক

৫ জুলাই ২০২১ ০৩:২০

তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকে নিজেদের মধ্যে হওয়া বিরোধ মিটিয়ে পূর্বের মতো কাজ করার অঙ্গীকার করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এর আগে গত রাতে রাশেদকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেন নুর। এতে তিনি নিজেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’ হিসেবে উল্লেখ করেন।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার।

পরে রোববার বিকেলে তিন ঘণ্টার দীর্ঘ মিটিংয়ে সিদ্ধান্ত হয় আগামী এক মাসের মধ্যে কাউন্সিল দিয়ে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হবে।

এছাড়া, এ এক মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে কাজ করা হবে। আর আগের ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে সবাই আগের মতো কাজ করবে। এরপরই নিজের দেয়া স্ট্যাটাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেন রাশেদ খান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]