5691

05/03/2025 বাঘায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে আহত ছোট ভাই

বাঘায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে আহত ছোট ভাই

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

৫ জুলাই ২০২১ ২৩:৫০

রাজশাহীর বাঘায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে গুরুতর আহত হয়েছে ছোট ভাই। সোমবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার কেশবপুর গ্রামে বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রমজান আলীর ছোট ছেলে নুরুল ইসলাম (৪০) বাঁশ দিয়ে নিজের বাড়ির বেড়া দিচ্ছল। এ সময় তার বড় ভাই তোয়াজ্জেল হোসেন (৪২) বেড়া দিতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই ছোট ভাই এর গলার নিচে ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আহত নুরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ বলেন, আমার বড় চাচা তোয়াজ্জেল হোসেন অকারণে আমাদের উপর নির্যাতন করে। এর প্রতিবাদ করলে মারধর করে। বাড়ির নিরাপত্তার জন্য বাঁশের বেড়া দেয়া হচ্ছিল। এ সময় অযথা তর্ক জুড়িয়ে দিয়ে বাবার গলার নিচে ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে আহত করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিব।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]