5705

04/29/2025 স্পেন না ইতালি- কে যাবে ফাইনালে?

স্পেন না ইতালি- কে যাবে ফাইনালে?

রাজটাইমস ডেস্ক

৭ জুলাই ২০২১ ০৩:৪৬

১৫ বছর ধরে ইতালির ফুটবলে কোনো সাফল্য নেই। ২০১২ ইউরোতে ফাইনালে উঠেও হেরে যেতে হয়েছিল তাদের। ওদিকে ২০১২ সালে ইতালিকে ৪ গোল দেওয়ার পরই স্পেনের সোনালি প্রজন্ম হারিয়ে গেছে। নিজেদের সব দুঃখ মেটানোর সুযোগ পাচ্ছে দুই দল। আজ রাত ১টায় ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

একদিকে ইতালি। যারা টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে। পাসিং ফুটবল দিয়ে মুগ্ধ করেছে, সেট পিস থেকে তাদের দক্ষতাও ভয়ের কারণ হয়ে উঠেছে। ওদিকে টানা দুই ড্র দিয়ে ইউরো শুরু করা স্পেন রেকর্ড করেছে টানা দুই ম্যাচে পাঁচ গোল দিয়ে। এরপরই অবশ্য ভাগ্যের সাহায্য দরকার হয়েছে তাদের। কোয়ার্টার ফাইনাল বাধা পেরোতে সুইজারল্যান্ডকে হারাতে যেতে হয়ে টাইব্রেকারে।

ফর্ম বলছে ইতালির কথা, ওদিকে ইতিহাস স্পেনের পক্ষে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]