5763

05/03/2025 বাঘায় সাজাপ্রাপ্ত-ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেফতার

বাঘায় সাজাপ্রাপ্ত-ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেফতার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

১১ জুলাই ২০২১ ২২:৪০

রাজশাহীর বাঘা উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকার পর হামিদুল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে শরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেফতার করা হয়।

রবিবার (১১ জুলাই) ভোর রাতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম (৩৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় পলাতক ছিলো। সর্বশেষ রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

এর আগে উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রামের সুলতান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) এর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকেও নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক ঘটনায় আটককৃত দু’জন আসামীকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]