5766

05/01/2025 আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

রাজটাইমস ডেস্ক

১২ জুলাই ২০২১ ০৩:১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১১ জুলাই) সন্ধ্যা থেকে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা বাড়িটি ঘেরাও করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন। ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা।

তিনি বলেন, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটকের পর আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গি আস্তানার বিষয়ে জানা যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মিয়া বাড়ি জঙ্গি আস্তানায় যান সিটিটিসি সদস্যরা।

সিটিটিসির কর্মকর্তারা বলেছেন, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ইমামতির আড়ালে সেখানে তিনি বোমা তৈরির কারখানা গড়ে তুলেছেন। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে মামুনের আস্তানায় তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

 

 

সূত্র: ঢাকা পোস্ট

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]