589

04/29/2025 টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ

টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ

রাজটাইমস ডেস্ক

২২ আগস্ট ২০২০ ০০:৫৯

বিসিবি যখন ব্যাটিং কোচ খুঁজছে ঠিক এই সময়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করলেন ম্যাকেঞ্জি।

পারিবারিক কারণেই তার এই পদত্যাগ বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি ক্রিকইনফোকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি ক্রিকইনফোকে জানান, কোভিডের সঙ্গে শিডিউল এবং সব সংস্করণে কাজ আমার অল্প দিনের পরিবারকে সময় দেয়া থেকে বঞ্চিত করছে। আমি সব সময় ভালোবাসা নিয়ে টাইগারদের অংশ হয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যাদের সঙ্গে কাজ করলাম তাদের জন্য সব সময় আমার টান থাকবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে দেশের জাতীয় ক্রিকেট টিমের টেস্ট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন নিল ম্যাকেঞ্জি। এরপর দ্রুতই তামিম ইকবাল, লিটন দাসদের ভরসা অর্জন করেন এই আফ্রিকান।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]