5908

05/04/2024 জাপানের দেওয়া আ্যস্ট্রাজেনেকার টিকা আসছে শনিবার

জাপানের দেওয়া আ্যস্ট্রাজেনেকার টিকা আসছে শনিবার

রাজটাইমস ডেস্ক

২৪ জুলাই ২০২১ ০০:০২

বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া করোনা প্রতিরোধী অক্সফোর্ড আ্যস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা আগামীকাল শনিবার ঢাকায় আসছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান। এটি বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ শুক্রবার দুপুরে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কাল দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করবেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ওই টিকা হস্তান্তর করবেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান।

প্রসঙ্গত, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সকে টিকা কিনতে টাকা দেয়। ওই অর্থ দিয়ে কোভ্যাক্স প্রয়োজন অনুযায়ী টিকা কিনছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]