5936

07/07/2025 রামেক হাসপাতালে করোনায় ১৭ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২১ ০১:৫৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের ২ জন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ ও নয়জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯ জন। এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া নাটোরের ১৮৫টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্ত হার ২৫ দশমিক ৯৫ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]