10/26/2025 নগরীতে ড্রেনে টাকা পাওয়ার গুজব
 
        
      রাজটাইমস ডেস্ক
২২ আগস্ট ২০২০ ২২:০৭
-2020-08-22-16-02-41.jpg) 
      রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনের পানিতে টাকা পাওয়ার গুজব সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর পানিতে টাকা কুড়াচ্ছেন মানুষ আবার এই ঘটনা দেখতে ভিড় জমিয়েছে উৎসুক অনেকেই।
শনিবার (২২ আগস্ট) রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনের ড্রেনে কুড়িয়ে ৫০০, ১০০,২০ এবং ১০ টাকার নোট পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
টাকা কুড়ানো কয়েকজন জানান, তাদের অনেকেই ভোর থেকে টাকা কুড়াচ্ছেন। তবে কিভাবে এই টাকা ড্রেনের পানিতে তা নিশ্চিত ভাবে জানাতে পারে নি কেউ।
উৎসুক কয়েক ব্যক্তি জানান, গুজব তৈরীর উদ্দেশ্যে কেউ ইচ্ছেকৃত ভাবে টাকা গুলি ছড়িয়ে দিয়েছেন। তাছাড়া কুড়ানো ব্যক্তিদের সবাই নিম্নআয়ের মানুষ।