600

05/21/2024 তথ্যফাঁসের তথ্য দিল কম্পারটেক

তথ্যফাঁসের তথ্য দিল কম্পারটেক

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২০ ০০:২১

আবারো পাচার হল নেটিজেনদের ব্যক্তিগত তথ্য। ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের সাড়ে ৩৫ কোটি ব্যবহারকারী এই তথ্য পাচারের শিকার হয়েছেন।

পাচার করা হয়েছে ব্যবহারকারীর অ্যাকাউন্টের প্রোফাইলের পুরো নাম, প্রোফাইলের ছবি, অ্যাকাউন্টের বিস্তারিত, ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যা সবকিছুই।

পাচারকৃত এসব তথ্য সরবরাহ করা হয়েছে ডার্ক ওয়েবে। এ ছাড়া তাদের সব প্রোফাইলে দেয়া ফোন নম্বর অথবা ই-মেইল ঠিকানাও নিয়ে নেয়া হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক ডেটা ফাঁসের এমন তথ্য সামনে এনেছে। তারা প্রথমে ডার্ক ওয়েবে এ ডেটার সন্ধান পেয়েছে।

কম্পারটিক তাদের প্রতিবেদনে উল্লেখ করে, কয়েকটি ভাবে ১০০ মিলিয়ন ব্যবহারকারীর ডেটা সেখানে প্রথমে শনাক্ত করতে পারে। এরপর বাকিগুলোর বিষয়ে অনুসন্ধান চালালে সেগুলোও পায়। এর মধ্যে ৪২ মিলিয়নই টিকটক ব্যবহারকারী।

তবে কে বা কারা এই তথ্য ফাঁস করেছেন তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কম্পারিটেক।

  • খবর-যুগান্তর
    এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]