601

05/20/2024 শ্রীলঙ্কান ক্রীড়া পরিষদের চেয়্যারমানের দায়িত্ব নিলেন জয়াবর্ধনে

শ্রীলঙ্কান ক্রীড়া পরিষদের চেয়্যারমানের দায়িত্ব নিলেন জয়াবর্ধনে

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২০ ০১:০৯

শ্রীলঙ্কার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ক্রিকেট জগতের অন্যতম কিংবদন্তি সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

পরিষদে জায়গা করে নিয়েছে দেশটির আরো এক সাবেক ক্রিকেট তারকা দেশের সর্বোচ্চ সেঞ্চুরি ও রান সংগ্রাহক কুমার সাঙ্গাকারাও।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ক্রীড়া পরিষদের নতুন সদস্য নিয়োগ দেন। ১৪ সদস্যের এ কমিটি আগামী দুই বছর দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করবে।

শ্রীলঙ্কার ক্রিকেট জগতের অহংকার কুমার সাঙ্কাকারা বর্তমানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেব দায়িত্ব পালন করছেন।

২০০৭ সালে শ্রীলংকাকে বিশ্বকাপের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে দেশের হয়ে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। শ্রীলংকার হয়ে দ্বিতীয় আর আন্তর্জাতিকে চতুর্থ সর্বোচ্চ ২৫ হাজার ৯৫৭ রান সংগ্রহ করেন মাহেলা। তিনি ক্যারিয়ারে ৬৫২ মাচে ৫৪টি সেঞ্চুরি করেছেন।

তবে জয়াবর্ধনের চেয়ে বেশী সফল তার সতীর্থ কুমার সাঙ্গাকারা। তিনি শ্রীলংকার হয়ে ৫৬০ ম্যাচে সর্বোচ্চ ৬৩টি সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ১৬ রান সংগ্রহ করেছেন তিনি। সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় শ্রীলংকা।

  • খবর-যুগান্তর
    এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]