6051

04/29/2025 রূপগঞ্জে লেদার কারখানায় আগুন

রূপগঞ্জে লেদার কারখানায় আগুন

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২১ ২২:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

বুধবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দুপুর দেড়টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর আমরা পাইনি।

 

 

 

সূত্র: নয়া দিগন্ত

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]