6098

05/03/2024 সাঁথিয়ায় দুধ দিচ্ছে বকন বাছুর!

সাঁথিয়ায় দুধ দিচ্ছে বকন বাছুর!

রাজটাইমস ডেস্ক

৭ আগস্ট ২০২১ ০৩:৩৫

অবিশ্বাস্য হলেও সত্য, সাঁথিয়ার উপজেলার মাহমুদপুর গ্রামে প্রজনন ছাড়াই ১৪ মাসের বকন বাছুর দুধ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।


সাঁথিয়ার মাহমুদপুর তায়জাল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লা একটি বকন বাছুর পোষে। ১৪ মাসের ওই বকন বাছুর কয়েকদিন ধরে দুধ দিচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন থেকে বাছুরটির হাঁটাচলা ও খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। তার দুধের বানগুলো ফুলে উঠেছিল। আস্তে আস্তে বানগুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসে। ৮/১০ দিন ধরে প্রতিদিন প্রায় এক লিটার দুধ হচ্ছে।


এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার পরেশ চন্দ্র জানান, হরমোনজনিত কারণে এমনটি হতে পারে।

সূত্র: ইত্তেফাক/এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]