614

04/29/2025 সুস্থ হলেন মাশরাফির বাবা-মা

সুস্থ হলেন মাশরাফির বাবা-মা

রাজটাইমস ডেস্ক

২৪ আগস্ট ২০২০ ০১:৪৫

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মা-বাবা সুস্থ হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) তারা সুস্থ হন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।

কোভিড-১৯ এর থাবায় বিপর্যস্ত হয়েছিল নড়াইল এক্সপ্রেসের পরিবার। প্রথমে তার শাশুড়ি করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। এর পর মাশরাফি নিজে এবং তার ভাই মোরসালিন বিন মুর্তজা ভাইরাসটিতে আক্রান্ত হন বলে খবর আসে। কদিন পর মাশরাফিপত্নী সুমনা হকও আক্রান্ত হন।

এরপর গত ৭ আগস্ট করোনার ছোবলে পড়েন দেশসেরা এই ক্রিকেটারের বাবা-মাসহ পরিবারের মোট চারজন। আক্রান্তদের মধ্যে মাশরাফির মামি ও ছোট ভাইয়ের স্ত্রীও ছিলেন। দ্বিতীয় পরীক্ষার পরই তারা কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।

প্রথম দিকে মাশরাফির আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ও গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। গত ৪ জুলাই দ্বিতীয় টেস্ট করানোর পর পজিটিভ ফল আসে। ফের টেস্টে ২৪ দিন পর গত ১৪ জুলাই নেগেটিভ ফল আসে তার।

  • খবর-যুগান্তর
    এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]