6463

04/30/2025 রাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা

১ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটি।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পারিক সহযোগীতার বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভারতের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন সঞ্জীব ভাটি।

এসময় সেখানে রাবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]