6554

05/01/2025 কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে পাথরের টুকরা নিক্ষেপ

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে পাথরের টুকরা নিক্ষেপ

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২১ ০২:০৭

মাত্র এক সপ্তাহ আগে ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী হামলা করায় কানাডার প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী শোভাযাত্রা বাতিল করা হয়। নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অন্টারিওর লন্ডনের ওই ঘটনার বিষয়ে বলেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, পাথরগুলো তাঁর কাঁধে আঘাত করতে পারত। ২০১৬ সালে তাঁর দিকে এক নারীর কুমড়োর বিচি ছুড়ে মারার ঘটনার সঙ্গে এ ঘটনার মিল আছে।

কানাডার সিটিভি ন্যাশনাল নিউজের এক প্রতিবেদক জানান, দুই ব্যক্তি গণমাধ্যমের গাড়ির দিকে এগিয়ে এসে পাথর ছুড়ে মারেন। যদিও এতে তাঁরা কেউ আহত হননি। দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও টুলে এ ঘটনাকে ‘বিরক্তিকর’ বলেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০ সেপ্টেম্বরের নির্বাচনের আগে ট্রুডোর করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসে কানাডা সরকার দেশের সব সরকারি কর্মচারীকে টিকা দেওয়ার নির্দেশ দেয়। রেলসহ ফেডারেল সরকার–নিয়ন্ত্রিত সব খাতের কর্মকর্তা–কর্মচারীকে আগামী অক্টোবরের মধ্যে টিকা নিতে বলা হয়। অন্যথায় তাঁদের চাকরি চলে যাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া ভ্রমণ করার আগে বাণিজ্যিক বিমান, প্রমোদতরি ও আন্তনগর ট্রেনের যাত্রীদেরও টিকা নিতে বলেছে কানাডা সরকার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]