6568

04/19/2024 চলছে গণটিকার দ্বিতীয় ডোজ, টিকা কার্ডের ফটোকপি নিয়ে বিড়ম্বনা

চলছে গণটিকার দ্বিতীয় ডোজ, টিকা কার্ডের ফটোকপি নিয়ে বিড়ম্বনা

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:১০

রাজশাহীতে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে কাল (মঙ্গলবার) সকাল থেকে। কিছু কেন্দ্রে এই টিকা নিতে এসে নিবন্ধন কার্ডের ফটোকপি না থাকায় বিড়ম্বনায় পড়েন মানুষ।

রাজশাহী নগরের ২৬ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৬টা থেকেই ভিড় ছিল। সবাই করোনার দ্বিতীয় ডোজ টিকার জন্য এসেছিলেন। টিকাদান শুরুর পর ধীরে ধীরে ভিড় কমে যায়। এ কেন্দ্রে টিকার নেওয়ার জন্য এসেছিলেন মেহেরচণ্ডী এলাকার আবদুল বাতেন। তবে টিকা নিবন্ধন কার্ডের ফটোকপি না আনায় তাঁকে প্রথমে টিকা দেওয়া হয়নি। পরে ফটোকপি নিয়ে আসার পরই তিনি টিকা পেয়েছেন।

নগরের ২৮ নম্বর ওয়ার্ডে করোনার টিকার জন্য এসেছিলেন ৬৫ বছর বয়সী আকবর আলী। তিনি টিকার কার্ড আনলেও টিকা নিতে পারেননি। কেন্দ্র থেকে বলা হয়, কয়েক দিন পর তাঁকে টিকা দেওয়া হবে। কারণ, তাঁর প্রথম ডোজের টিকা নেওয়ার এক মাস হয়নি।

একই কেন্দ্রে খুব ভোরে আসেন সেনু খাতুন (৬০)। দীর্ঘ সারিতে তাঁর সামনের লোকজনের টিকা নেওয়া শেষ হলে তিনি টিকাকেন্দ্রে ঢুকতে সক্ষম হন। তখন জানতে পারেন, টিকার কার্ডের ফটোকপি আনতে হবে। পরে ফটোকপি নিয়ে এসে আবার সারির শেষে দাঁড়িয়ে টিকা নিয়েছেন।

সেনু খাতুন বলেন, টিকা কার্ডের ফটোকপি লাগবে, তা জানতেন না তিনি। তাহলে আগের দিন ফটোকপি করিয়ে রাখতেন। সকালে ফটোকপির দোকান বন্ধ ছিল। বেলা বাড়ার পর দোকান খুললে তিনি ফটোকপি করিয়েছেন।
টিকা কার্ডের ফটোকপির দোকানে কতটা ভিড়, তা দেখতে কাজলা এলাকার একটি মোড়ে যেতে বলেন সেনু খাতুন। ওই এলাকায় একটিই ফটোকপির দোকান। সেখানে গিয়ে দেখা যায়, মানুষের দীর্ঘ সারি।

তাঁদের একজন রোস্তম আলী। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর মুঠোফোনে খুদে বার্তা এসেছে। টিকার কার্ডও আছে। কিন্তু কেন্দ্র থেকে বলা হয়েছে, টিকা কার্ডের ফটোকপি লাগবে। তাই ফটোকপি করাতে এসেছেন। ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, তথ্য সংরক্ষণ করতেই কার্ডের ফটোকপি রাখা হচ্ছে। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার প্রথম দিনে মানুষের যথেষ্ট সাড়া ছিল বলে জানিয়েছেন তিনি।

/এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]