6628

03/28/2024 কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন: আ.লীগ প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র দাখিল

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন: আ.লীগ প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র দাখিল

রাজটাইমস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১ ০৩:২৪

এদিকে উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির প্রার্থী মো. লুত্ফুর রেজা, ন্যাপের মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকী।

সরেজমিনে দেখা গেছে, সোমবার দুপুরে কয়েক শ নেতা-কর্মী কুমিল্লা নগরের ছোটরা এলাকার আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হন। বেলা একটায় আওয়ামী লীগের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত মনোনয়নপত্র জমা দিতে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৩ ( মুরাদনগর) আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ প্রমুখ।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রাণ গোপাল দত্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। শিক্ষা ও চিকিত্সা ক্ষেত্রে কাজ করব। মনোনয়নপত্র জমাদানের সময় চান্দিনার সবাই আমার সঙ্গে এসেছেন।’

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনের নির্বাচনের জন্য ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। এতে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রত্যাহার ও ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৭ অক্টোবর ইভিএমে ভোট হবে। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫৪। মোট ৮৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, সাংসদেরা এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে পারবেন না। তবে মনোনয়ন জমাদানের সময় থাকতে পারেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]