6796

05/20/2024 নারী ভর্তিচ্ছুদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন

নারী ভর্তিচ্ছুদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২১ ০২:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা নারী ভর্তিচ্ছু ও অভিভাবকদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, আমাদের হলগুলোতে সংস্কার কাজ চলমান। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা হলগুলো পরিদর্শন করেছি। মেয়েদের আবাসিক হলগুলোর কমন স্পেসগুলোতে আমরা নারী ভর্তিচ্ছু ও অভিভাবকদের থাকার ব্যবস্থা করবো। এজন্য হলগুলো পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ৩ অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে নারী ভর্তিচ্ছুদের রিসিভ করতে পারবো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ধ্রুবতারার মোড়ক উন্মোচন করতে গিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হলগুলো পরিদর্শন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় এক লাখ ২৮ হাজার শিক্ষার্থী। এ সময় পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন আরও ৮০ হাজার অভিভাবক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]