6840

07/05/2025 বিদ্যুতের তারে মারা পড়ল মেছোবাঘ

বিদ্যুতের তারে মারা পড়ল মেছোবাঘ

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২১ ০৫:৫৪

নাটোরের বড়াইগ্রামে ইঁদুর মারার জন্য রাখা বিদ্যুতের তারে মারা পড়ল মেছোবাঘ। শুক্রবার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা গ্রামে বিদ্যুতায়িত হয়ে মেছোবাঘটির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, রাওতা গ্রামের টেঙ্গর আলী প্রামাণিকের ছেলে মো. ইব্রাহিম হোসেন তার ধানক্ষেতের চারপাশে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে রাখেন। শুক্রবার ভোরে ইঁদুরের পরিবর্তে একটি মেছোবাঘ বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

তবে স্থানীয়রা বলছেন ইঁদুর মারার জন্য জমিতে এভাবে খোলামেলা বিদ্যুতের তার দিয়ে রাখা খুবই বিপজ্জনক। আজ মেছো বাঘ মারা গেলেও যেকোনো সময় মানুষও মারা যেতে পারে।

পরিবেশকর্মী সাইফুল ইসলাম বলেছেন, কোনো প্রাণীকেই এভাবে মারা উচিত নয়।

সূত্র: যুগান্তর/এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]