6863

12/24/2025 অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ১

অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর ২০২১ ০০:৩৩

রাজশাহী মহানগরীতে অপহরণ হওয়া এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ হোসেন তালুকদার রুহান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহান পিরোজপুর জেলার কাউখালী থানার কেউন্দিয়া গ্রামের মো. হুমায়ূন কবিরের ছেলে। 

পুলিশ সূত্র জানায়, কলেজছাত্রী (১৯) রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীঅ তিনি গত ২৫ সেপ্টেম্বর কলেজে নোট আনতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত শনিবার পটুয়াখালী জেলার দুমকি থানার পাংগাশিয়া এলাকা হতে সাইবার ক্রাইম ইউনিটের সার্বিক সহায়তায় কাশিয়াডাঙ্গা থানার বিশেষ টিম যৌথ অভিযানে পারভেজ হোসেন তালুকদার রুহানকে গ্রেপ্তার করে নিখোঁজ সোনিয়াকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ভুক্তভোগী জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল সোয়া ১০ টায় নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় হতে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহান বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে নিয়ে যায়। কিন্তু পরে আর তাকে বিয়ে করেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]