6902

05/19/2024 ১৯ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ৭৩

১৯ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ৭৩

রাজটাইমস ডেস্ক

৬ অক্টোবর ২০২১ ০৩:১৮

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৯ হাজার ১৩৩ জন রোগীর মধ্যে এখন ভর্তি আছেন ৯০১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৩ জন মারা গেছেন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন। 

বর্তমানে ভর্তি থাকা ৯০১ জন রোগীর মধ্যে নতুন ভর্তি হওয়া রোগী ১৯৭ জন। তারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭৩১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭০ জন।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]