6971

04/26/2024 রাবিতে শিক্ষকদের নতুন আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু

রাবিতে শিক্ষকদের নতুন আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু

কে এ এম সাকিব

১১ অক্টোবর ২০২১ ০২:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধিতে নতুন আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। রোববার (১০ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসের পশ্চিম আবাসিক এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১০তলা বিশিষ্ট এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এসময় সেখানে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহরিয়ার জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ।

প্রায় ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ এই ভবনের নিচ তলায় গাড়ী পার্কিং এবং উপরের নয়টি তলার প্রতিটিতে ৭৬৫ বর্গফুট বিশিষ্ট চারটি ইউনিট থাকবে। এর প্রতি ইউনিটে দুটি কক্ষ, দুটি টয়লেট, রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং রুম থাকবে। এই ভবন নির্মাণ ২০২২ সালের জুন মাসে শেষ হবে বলে নির্ধারণ করা আছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]