6994

04/23/2024 দোহায় আলোচনা শেষে তালেবান সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র

দোহায় আলোচনা শেষে তালেবান সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র

রাজটাইমস ডেস্ক

১২ অক্টোবর ২০২১ ০৩:২১

চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান-যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি আলোচনা করেছে।

আলোচনা শেষে রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, কথা নয়, তালেবানকে তাদের কর্মকাণ্ড দিয়েই বিচার করা হবে। 

তিনি বলেন,  যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আফগানিস্তানে নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা ও মার্কিনিসহ বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া নিয়ে আলোচনা করেছেন।  এছাড়া মানবাধিকার বিশেষ করে আফগান সমাজের পরিপ্রেক্ষিতে নারীদের সবক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
এদিকে মার্কিন কর্মকর্তারা তালেবানের সঙ্গে আলোচনাকে প্রাণবন্ত ও পেশাদার বলে মন্তব্য করেছেন। তবে তালেবানকে তাদের কর্মকাণ্ড দিয়েই বিচার করা হবে বলে জানিয়েছেন তারা। 

অবশ্য তালেবানের সঙ্গে বৈঠক কোনোভাবেই তাদের স্বীকৃতি দেওয়া নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

কাতারের রাজধানী দোহায় তালেবান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে মুখোমুখি বৈঠকে করেছে। রোববার দুই দিনের এই বৈঠক শেষ হয়। গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর দুই পক্ষের মধ্যে এটি ছিল প্রথম সরাসরি বৈঠক। 

এই বৈঠককে ‘তালেবান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]