6997

03/29/2024 দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ

দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ

রাজটাইমস ডেস্ক

১২ অক্টোবর ২০২১ ০৩:৪৯

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৩৫১ ডোজ টিকা। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৬০৮ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৯৯২ জনকে।

এর পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৭০১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৯০৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]