7116

05/03/2024 ৪৩ বলে ম্যাচ জিতে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

৪৩ বলে ম্যাচ জিতে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

রাজটাইমস ডেস্ক:

২৩ অক্টোবর ২০২১ ০৪:২৩

বোলাররাই আসল কাজ করে দিয়েছেন। নেদারল্যান্ডসকে গুটিয়ে দিয়েছেন মাত্র ৪৪ রানে। এত কম রান তাড়া করতে নেমে অবশ্য বড় ধরনের ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। ২ উইকেট হারালেও ৪৩ বলেই ম্যাচ জিতে তারা সুপার টুয়েলভে হয়েছে বাংলাদেশের সঙ্গী।

প্রথমপর্বের শেষ ম্যাচ ছিল এটি। শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বলতে গেলে নিশ্চিতই ছিল। তবে কাগজে কলমের হিসেবটাই যা বাকি ছিল।

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে লঙ্কানরা। সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে যেখানে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। দলীয় ৭ রানের মাথায় পাথুম নিশাঙ্কা ফেরেন শূন্যতেই। এরপর চারিথ আসালাঙ্কাও (৬) সুবিধা করতে পারেননি।

কিন্তু কুশল পেরেরা সহজাত ব্যাটিংয়ে শেষ করে এসেছেন ম্যাচ। ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন লঙ্কান এই বাঁহাতি ওপেনার।

এর আগে শারজায় আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের তোপে মাত্র ১০ ওভারেই ৪৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস।


এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। প্রথমটিও একই দলের একই প্রতিপক্ষের বিপক্ষে। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে অলআউট করে দিয়েছিল মাত্র ৩৯ রানে।

লঙ্কানদের বোলিং তোপে ডাচ ব্যাটসম্যানদের একজনও পনেরোর ঘর ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি কলিন অ্যাকারম্যানের, করেন ১১। ১০ রান আসে বেন কুপারের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাহিরু কুমারা ৭ রানে ৩টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ রানে ৩টি আর মাহিশ থিকশানা ৩ রানে নেন ২ উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]