7131

04/27/2024 পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাশুড়ি রোকেয়া বেগমের দাফন সম্পন্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাশুড়ি রোকেয়া বেগমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২১ ০২:১৬

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ি রোকেয়া বেগমের দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় আড়ানী সরকারি মনোমহিনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্টিত হয়। পরে রাজশাহী মহানগরীর মনিবাজারে বাদ যোহর দ্বিতীয় জানাজা নামাজ শেষে নগরীর হেতেম খাঁ গোরস্থানে স্বামী মরহুম আরশাদ আলী ও জৈষ্ঠ সন্তানের কবরের পাশে সমাহিত করা হয়।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ৩.৪৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকার গুলশানের বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি---রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যগুনাগ্রাহী রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ি রোকেয়া বেগম আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের মরহুম ভোলাই হাজীর কন্যা ও মরহুম আরশাদ আলীর স্ত্রী। মরহুমের ব্যক্তি জীবনে সদালাপী, পরোপকারী ও দুরদৃষ্টিসম্পূর্ণ নারী ছিলেন।

তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী সিটি মেয়র এইচম.এম খায়রুজ্জামান লিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]