11/12/2024 বাঘায় শেখ রাসেল স্মৃতি টুর্ণামেন্টের সেমিফাইনালে দুর্গাপুরের জয়
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২১ ০৬:৩২
রাজশাহীর বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অগণিত দর্শকদের উপস্থিতিতে শেখ রাসেল প্রাইজমানি ফুটবল টুর্নামেণ্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে দুর্গাপুর ভোরের আলো বনাম পুঠিয়া ফুটবল একাদশ এর মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে ১-০ (এক-শূন্য) গোলে জয়লাভ করেন দুর্গাপুর ভোরের আলো ফুটবল একাদশ।
এ খেলাটির ধারা-বিবরণী উপস্থাপন করে দর্শকদের মনজয় করেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।
মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই খেলা মঞ্চে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা আ’লীগের সহ সভাপতি কাপাতুল্লা সরকার, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ অত্র এলাকার হাজার-হাজার দর্শক।
খেলায় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু হাজার-হাজার দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি এই মাঠে এসে অগণিত মানুষের মাঝে প্রাণের উচ্ছাস লক্ষ করছি। মহামারি করোনার কারনে প্রায় দেড় বছর যুবকরা খেলা-ধূলা করতে পারেনি। আমার বিশ্বাস, বর্তমান সমাজের যুবকরা মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।
উক্ত খেলায় ধারা বিবরণী শেষে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তিনি বলেন, দীর্ঘ সময়ের এ খেলায় যারা সারাক্ষণ পা দিয়ে বলকে লাথি মেরেছে-তারাই আবার বলে চুমু খেয়ে টাইব্রেকারে শুট করেছে। এ শুটে দুর্গাপুর ভোরের আলো ফুটবল একাদশ-পুঠিয়া ফুটবল একাশদকে এক-শূন্য গোলে পরিজিত করে ফাইনালে উঠেছে।
খেলাটি পরিচালনার করেন রাজশাহীর সুপরিচিত রেফারি মেহেদী হাসান। এ ছাড়াও সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন মারুফ এবং আব্দুল খালেক।
খেলাকমিটি সূত্রে জানা গেছে, আগামি বৃহস্পতিবার (০৪ নভেম্বর) এ খেলার দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর চুড়ান্ত প্রতিযোগিতা (ফাইনাল) খেলায় এ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চারঘাট-বাঘার সাংসদ ও গণমানুষের নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম।