7231

04/30/2025 ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা বললেন শোয়েব মালিক

ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা বললেন শোয়েব মালিক

রাজটাইমস ডেস্ক

৩ নভেম্বর ২০২১ ১৭:৩৬

টানা চার ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। টুর্নামেন্টে কার্যত টিকে আছে বিরাট কোহলির দল। এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিককে এক বিতর্কিত প্রশ্ন ছুড়লেন সাংবাদিক, তবে বুদ্ধিমত্তায় সেই প্রশ্নের জবাব এমনভাবে দিলেন এ অলরাউন্ডার, তাতে জবাব দেওয়া হলো, সব রকম বিতর্ক থেকেও দূরে থাকা হলো।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শোয়েব মালিক। তাকে পেয়ে ভারতের ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শোয়েবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা পাকিস্তান, অন্যটা ভারত। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে? আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে নিয়ে অবসর নেবেন। এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে?’

পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব। একটু থেমে তিনি বলেন, ‘আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি আগে। আমরা শুধু আমাদের দলের উপরে নজর দিচ্ছি। আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে ভাবছি। এগুলো কীভাবে পূরণ করা যায়, শুধু সেটাই মাথায় রাখছি। এছাড়া ডানে-বাঁয়ে যা ঘটছে, তার দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। আর কোনোভাবেই নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা দলে ঢুকতে দেব না। আমরা এখন বিশ্বকাপে খেলছি। আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভাল করার উপরে। তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই আমাদের।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]