7390

05/13/2025 রাসিক মেয়রকে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন শুভেচ্ছা

রাসিক মেয়রকে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২১ ০৭:৩৯

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়ামের সদস্য হওয়ায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (২১ নভেম্বর) মেয়রের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত সাংবাদিকরা মেয়রকে অভিবাদন জানিয়ে রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন৷

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা জাবীদ অপু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, রাশেদুর রহমান রাসেল , সদস্য শরিফুল ইসলাম তোতা , কবীর তুহিন , ফরিদ আক্তার পরাগ , সোহাগ আলী, গুলবার আলী জুয়েল , কাবিল হোসেন ,সোহরাব হোসেন সৌরভ, শামিউল ইসলাম শামীম , আব্দুল মোমিন ওয়াহিদ হীরু,মুক্তার হোসেন প্রমূখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]