7435

04/19/2024 তালেবানের প্রতি হাজারা নেতাদের সমর্থন

তালেবানের প্রতি হাজারা নেতাদের সমর্থন

রাজটাইমস ডেস্ক

২৭ নভেম্বর ২০২১ ০৭:৫২

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের প্রতি দেশটির হাজারা সম্প্রদায়ের নেতারা দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। তালেবান কর্তৃপক্ষের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করার সময় তারা পূর্বের পশ্চিমা সমর্থিত আফগান সরকারের আমলকে ‘কালো অধ্যায়’ বলে অভিহিত করেন। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

বৃহস্পতিবার আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের নেতারা দেশটির রাজধানী কাবুলে সমবেত হন। তারা তালেবান নেতাদের পাশে অবস্থান করে তাদের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

হাজারা সম্প্রদায়ের শীর্ষ নেতা ও সাবেক এমপি জাফর মাহদাবি এসব হাজারা নেতাদের একত্রিত করেন। তিনি বলেন, পশ্চিমা সমর্থিত সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সরকারের সময়কাল ছিল দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত এক কালো অধ্যায়। ওই সময় আফগানিস্তানের কোনো স্বাধীনতা ছিল না। তখন আফগানিস্তানের সবকিছু পরিচালিত হতো বিদেশী দূতাবাসের নির্দেশে। আল্লাহকে ধন্যবাদ যে আমরা ইতিহাসের ওই কলঙ্কিত অধ্যায়কে অতিক্রম করতে পেরেছি। যখন থেকে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের শাসন-ক্ষমতা লাভ করেছে, তারা দুর্নীতির অবসান করেছে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি সামনের সপ্তাহে বা মাসে আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠিত হবে এবং ওই সরকারে সকল আফগান সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]