7637

11/04/2025 পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২১ ০৬:৩০

রাজশাহীতে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে। বিজয় দিবসের আগের দিন বুধবার (১৫ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই সংবর্ধনা দিলো জেলা পুলিশ।

এনিয়ে দুপুরের দিকে জেলা পুলিশ লাইন্সে আলোচনা সভা আয়োজনর ছিল। তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম অ্যান্ড অপারেশনস) টিএম মোজাহিদুল ইসলাম।


রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টার। সভায় মহান মু্ক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্ব তুলে ধরেন বক্তারা।

ওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলা পুলিশ। প্রত্যেকের হাতে তুলে দেয় শুভেচ্ছা উপহার।

 

এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]