7696

05/18/2024 করোনার বুস্টার ডোজ আজ শুরু

করোনার বুস্টার ডোজ আজ শুরু

রাজটাইমস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪

আজ করোনা টিকার বুস্টার ডোজ শুরু হচ্ছে। সম্মুখসারির কর্মী এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। আজ মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সম্মুখসারির কর্মী এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সম্মুখসারির কর্মী যেমন; চিকিৎসক, নার্স, পুলিশ, গণমাধ্যম কর্মী তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে বুস্টার ডোজের আওতায় আনা হবে। টিকার অভাব হবে না।’

বুস্টার ডোজ শুরুর বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিক পর্যায়ে অল্প পরিসরে বুস্টার ডোজ শুরু হচ্ছে। যে কোনো টিকার ক্ষেত্রে আমরা সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। কিছুদিন পর্যবেক্ষণের পর বড় পরিসরে শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে অবশ্যই বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে বয়স্কদের ক্ষেত্রে শারীরিক জটিলতার বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে। বুস্টার ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনা প্রতিরোধী টিকাদান শুরু হয়। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৬ কোটি ৭৮ লাখ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ কোটি ৪৭ লাখ মানুষ। প্রথম পর্যায়ে যারা টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার সময় হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]