7855

04/30/2025 রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল

রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল

রাবি প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২১ ০৪:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম।

সোমবার বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এতে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন হলুদ প্যানেলের প্রার্থী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম।

অপরদিকে সাদা প্যানেলের প্রার্থী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মোট ৩৮৭ ভোট পান।

নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য বলেন, আমি নির্বাচনে জয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। আমাকে যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দিয়েছেন সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো প্রশাসনের নিজেদের মত পরিচালনা করায় আজ র‌্যাংকিংয়ে আমরা পিছিয়ে পড়েছি। বরাবরই আমি বিশ্ববিদ্যালয়ের এমন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]