7930

05/12/2025 রামেকে করোনায় একজনের মৃত্যু

রামেকে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারী ২০২২ ০৩:৩০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন তিনজন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্রও পেয়েছেন তিনজন। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৫ জন।

আগের দিন বৃহস্পতিবার জেলার ১৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২ দশমিক ০৪ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]