7971

05/18/2024 শিল্পকলার মহাপরিচালকের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

শিল্পকলার মহাপরিচালকের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

রাজটাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২২ ০২:০৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের জন্য উপ-পরিচালক পর্যায়ের একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুদক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৬ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও মন্ত্রণালয়কে অনুসন্ধান করার জন্য সুপারিশ করেছে।

দুদকের একটি সূত্র জানায়, বিষয়টি অনুসন্ধান করে তা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করা হবে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পেলে কমিশনের অনুমোদনের ভিত্তিতে এ সংক্রান্তে মামলা দায়েরের পর বিস্তারিত তদন্ত করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]