8016

05/13/2025 মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

ডেক্স রির্পোট

৫ জানুয়ারী ২০২২ ০৩:২৩

মিয়ানমারের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার ৪ঠা জানুয়ারি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ শুভেচ্ছা জানায়। বার্তায় বলা হয়েছে, এ দিনে মিয়ানমারের জনগণের প্রতি শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

একেবারে ঘনিষ্ঠ ও বন্ধু রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ জনগণ অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ আশ্রয় পাওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দ্রুত, স্বইচ্ছায়, স্থায়ী প্রত্যাবসন কামনা করছে।

উল্লেখ্য, বছরের শুরুতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]