05/02/2025 সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি : বাড়বে শীত
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২২ ০৩:৩০
রাজশাহীতে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার থেকে আরো তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতও।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি। গতকাল সোমবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ। এদনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কেএসএম গাউসউজ্জামান জানান, প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাতাস রয়েছে সঙ্গে তাপমাত্রাও কমেছে। এই সপ্তায় শেষ দিকে আরো তাপমাত্রা কমবে।