8070

09/16/2025 দেশে আরোও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

দেশে আরোও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

ডেক্স রির্পোট

৭ জানুয়ারী ২০২২ ১০:০৩

দেশে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। তবে ওমিক্রনে আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই।

বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।

জিআইএসএআইডি জানায়, গত ১৪ই ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে গত ৩০শে ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়। যারা ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তাদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]