8131

04/24/2024 সিএসবিআইবি’র সিআইবিএফ শীর্ষক কোর্সের ৫ম পর্ব উদ্বোধন

সিএসবিআইবি’র সিআইবিএফ শীর্ষক কোর্সের ৫ম পর্ব উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :

৯ জানুয়ারী ২০২২ ২১:০৯

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর উদ্যোগে ৬ মাস মেয়াদী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ) শীর্ষক কোর্সের ৫ম পর্বের উদ্বোধনী গতকাল (শনিবার) বেলা সাড়ে ১১টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি- বোর্ডের নির্বাহী কমিটির সদস্য এবং অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম)-এর সিলেকশন গ্রেডের প্রফেসর ড. শাহ্ মোঃ আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হুসেইন এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক ড. গোলজারে নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ইনচার্জ (এডমিন) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।

উল্লেখ্য, এ পর্যন্ত কোর্সের ৫টি ব্যাচে ৩৯টি ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪৬ জন অংশগ্রহণকারী ভর্তি হয়েছেন এবং ৩৪ জন অংশগ্রহণকারী ইতোমধ্যেই সফলতার সাথে ফেলোশিপ অর্জন করেছেন। এ ছাড়া আরো ৪০ জন অংশগ্রহণকারী ৪টি মডিউলে উত্তীর্ণ হয়ে ফেলোশিপ অর্জনের পথে রয়েছেন।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]