8178

04/28/2024 অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত এখনও হয়নি: রেলমন্ত্রী

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত এখনও হয়নি: রেলমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

১২ জানুয়ারী ২০২২ ০১:৩২

কবে থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, পাচঁ দিন আগেই অগ্রিম টিকেট বিক্রি করা হয়। তাই টিকিট বিক্রির সঙ্গে বিষয়গুলো জড়িত। রেল হলো সরকারি পরিবহন সংস্থা। স্বাস্থ্যবিধি মানার সরকারের যে ঘোষণা তা মানতে আমরা বাধ্য।

নুরুল ইসলাম সুজন বলেন, সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কর্যকর করার। কিন্তু আমরা ট্রেনের ৫ দিন আগের টিকিট বিক্রি করি। টিকিট বিক্রির সঙ্গে সবকিছু জড়িত। সুতরাং সংশ্লিষ্ট সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।

রেলমন্ত্রী বলেন, এর আগেও স্বাস্থবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচল করেছে এবং তা সফলতার সঙ্গে করেছে। স্ব স্ব সংস্থা সবকিছু মেনেজ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। কারণ ট্রেনের কতদিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন আগামী ১৩ তারিখ থেকে কার্যকর করা সম্ভব হবে কি না- সেই বিষয়ে আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

সূত্র: কালের কন্ঠ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]