8208

04/24/2024 বাঘায় টিকা পেল ২৬৪২ শিক্ষার্থী

বাঘায় টিকা পেল ২৬৪২ শিক্ষার্থী

লালন উদ্দীন, বাঘা

১৩ জানুয়ারী ২০২২ ০৮:৩৫

বাঘা উপজেলা স্বা কমপ্লেক্র আয়োজনে রাজশাহীর বাঘায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কভিডের টিকা চতুর্থ দিন প্রদান হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) উপজেলা বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদুর রহমান জানান, চতুর্থ দিনে উপজেলার ১২ টি বিদ্যালয় শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়,খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, খানপুর জে পি উচ্চ বিদ্যালয়, জোতরাঘব উচ্চ বিদ্যালয়,চন্ডিপুর উচ্চ বিদ্যালয়, সরেরহাট বালিকা উচ্চ বিদ্য্যালয়,খাঁয়েরহাট উচ্চ বিদ্যালয়, পলাশীফতেপুর উচ্চ বিদ্যালয়, বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, আব্দুল গনি কলেজ, সরেরহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা, সুলতানপুর গোরাস্থান দাখিল মাদ্রাসা টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রাশেদ আহম্মেদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাশেম ওবায়েদ, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান। এছাড়া শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. রাশেদ আহম্মেদ বলেন,এখন দেশের শিক্ষার্থীরাও টিকা পাচ্ছে।
উল্লেখ্য, বুধবার (১২ জানুয়ারি) ১২টি বিদ্যালয়ের ২ হাজার ৬শত ৪২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]