8222

04/23/2024 ৪৩তম বিসিএস প্রিলির ফলআগামী সপ্তাহে

৪৩তম বিসিএস প্রিলির ফলআগামী সপ্তাহে

রাজটাইমস ডেস্ক

১৪ জানুয়ারী ২০২২ ০৬:৪৮

৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশিত হবে আগামী সপ্তাহে। এমনটাই জানানো হয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষ থেকে। এজন্য কমিশনের সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানা গেছে। গত বছরের ২৯ অক্টোবর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

ফল প্রকাশের বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়রি) কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা ফল প্রকাশে আন্তরিকতা নিয়ে কাজ করছি। খুব দ্রুত সময়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল পিএসসি।

এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]