8248

04/16/2024 করোনা স্থানীয় রোগে পরিণত হবে : ডব্লিওএইচও কর্মকর্তা

করোনা স্থানীয় রোগে পরিণত হবে : ডব্লিওএইচও কর্মকর্তা

রাজটাইমস ডেস্ক

১৭ জানুয়ারী ২০২২ ০০:৫২

করোনা ভাইরাসের বিকাশ যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে এটি কখনই সম্পূর্ণভাবে চলে যাবে না। বরং এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্ল্ওিএইচও) রুশ প্রতিনিধি মেলিটা ভুজনভিক এ কথা বলেন।

লাইভ ইউটিউব চ্যানেলকে তিনি আরো বলেন, করোনা ভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে। এর মানে হলো এটি কখনই যাবে না। কিন্তু আমরা জেনেছি এর চিকিৎসা এবং এ থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়।

তিনি আরো বলেন, আমাদের এখনই ভাইরাসটির নিয়ন্ত্রণ করা দরকার। না হলে অপ্রত্যাশিতভাবে নতুন কোন ধরন দেখা দেবে। তাই মানবজাতির আরাম করার সময় এখনও বহুদূর।

ভুজনভিক বলেন, টিকা ছাড়াও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলাও গুরুত্বপূর্ণ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]