8305

07/10/2025 ‘শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন স্বামী’

‘শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন স্বামী’

রাজটাইমস ডেস্ক

১৯ জানুয়ারী ২০২২ ০৭:২৪

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যার পর শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজের নাটক সাজাতে চেয়েছিলেন নোবেল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে যায় সে পরিকল্পনা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মারুফ হোসেন সরদার।

এসপি বলেন, নায়িকা শিমু হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার আগেই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে মৃতদেহ লুকানোর কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত।

হত্যার মোটিভ কী ছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না। তার স্বামী হত্যার দায় স্বীকার করে প্রাথমিকভাবে বলেছেন, দাম্পত্য কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন তারা।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]