8319

05/19/2024 বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

বাঘা প্রতিনিধি

২০ জানুয়ারী ২০২২ ০৫:২১

রাজশাহীর বাঘায় সরকারি বালুমহলের নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে এক ঠিকাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে বাঘা পদ্মা নদীর গোকুলপুর এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, রজব আলী নামের এক ঠিকাদার বাঘা পদ্মার নদীর একস্থানে লিজ নিয়ে অন্যস্থানে গোকুলপুর এলাকায় বালু উত্তোলন করছিল। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে বালু উত্তোলনের ঠিকাদার রজব আলীর ম্যানেজার রাজু আহম্মেদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]