11/01/2025 ফুল ফ্রি স্কলারশিপে পড়ুন সিঙ্গাপুরে
 
        
      রাজটাইমস ডেস্ক
২৯ জানুয়ারী ২০২২ ০২:০৬
-2022-01-28-15-06-27.jpg) 
      এশিয়ার অন্যতম স্বপ্নের দেশ সিঙ্গাপুর। বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার র্যাংকিংয়ের শীর্ষ পর্যায়ে রয়েছে এশিয়ার ক্ষুদ্র দ্বীপদেশটি। তাদের রয়েছে সবচেয়ে প্রশংসিত স্কুল পদ্ধতি। এবার ২০২২ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ১ জুন পর্যন্ত।
এ স্কলারশিপটি বিশ্বের সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে যাদের শিক্ষাজীবনে আকর্ষণীয় ফলাফল রয়েছে। বৃত্তিটির আওতায় শিক্ষাথীরা বায়োমেডিকেল বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও প্রকৌশলভূক্ত বিষয়গুলো নিয়ে উচ্চতর গবেষণা করতে পারবেন। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা যাবে। স্কলারশিপটি নির্বাচিত শিক্ষাথীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে। এছাড়া আবাসন, ভ্রমণ ও স্বাস্থ্য ভাতাসহ গবেষাণার উপর বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে।
সিঙ্গাপুরে ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও নানইয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্বের সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম রয়েছে।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা। ভালো একাডেমিক ফলাফল অর্জন করলে এটি ২ হাজার ৫০০ ডলারও হতে পারে যা বাংলাদেশি টাকায় ২ লাখ ১৪ হাজার।
* শিক্ষার্থীদের আবাসন খরচ বাবদ ১ হাজার ডলার প্রদান করবে। বাংলাদেশি টাকায় যার পরিমান ৮৫ হাজার টাকা।
* ভ্রমণ ভাড়া বাবদ ১ হাজার ৫০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় এর পরিমান ১ লাখ টাকার বেশি।
যোগ্যতা:
*যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
* স্নাতক ও স্নাতকোত্তরে ভালো থাকতে হবে।
*সিজিপিএ ৩.৫ থাকতে হবে।
* জার্নালে প্রকাশ পাওয়া আর্টিকেল থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।