8454

05/19/2024 ওমিক্রনে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ

ওমিক্রনে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ

রাজটাইমস ডেস্ক

৩১ জানুয়ারী ২০২২ ১১:৩২

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা নাগরিক ও এমডিসহ ৬৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশত কর্মকর্তা। এ অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে খনিতে উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে খনিতে কয়লা উৎপাদন বন্ধ হওয়ায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে বড়পুকুরিয়া কয়লা খনিতে তাপবিদ্যুতের অভ্যন্তরে ২ লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এই কয়লা শেষ হওয়ার আগে কয়লা উত্তোলন শুরু করা হবে বলে জানা গেছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান মোবাইল ফোনে বলেছেন, খনিতে ২৯৩ জন চীনা নাগরিকের মধ্যে ১৮৪ জনকে পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনারভাইরাস পাওয়া গেছে।

একইভাবে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ৭২ জন কর্মকর্তাকে পরীক্ষা করে তিনিসহ (এমডি) ৩১ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে।

সূত্র: সময়ের আলো

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]