858

05/21/2024 পিপিপির নির্বাহী বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত

পিপিপির নির্বাহী বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৯

দেশের উন্নয়নের অন্যতম শরীক প্রতিষ্ঠান পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বিকাল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ড এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মো. তোফাজ্জল হোসেন মিয়া (সচিব), জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম, অর্থ বিভাগের আব্দুর রউফ তালুকদার (সচিব), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মোঃ মইনুল কবির (সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতিমা ইয়াসমিন (সচিব) এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ (সচিব) উপস্থিত ছিলেন।

সভায় পিপিপির নির্বাহী বোর্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা তুলে ধরেন। সভায় বিগত সভার কার্যবিবরণী ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমূহের অগ্রগতির পাশাপাশি খাতভিত্তিক কর্মসূচী প্রণয়নের বিষয়ে পিপিপি প্রোগ্রামের সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। চলমান পিপিপি প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে পর্যালোচনার মাধ্যমে এর সমাপ্তি ঘটে। খবর-ইত্তেফাক 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]